আজ দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

| শনিবার , ৩ আগস্ট, ২০২৪ at ১০:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা আজ শনিবার বিকেল ৩টায় সংগঠনের আন্দরকিল্লাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি।

সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যকরী কমিটির সকল কর্মকর্তা, সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ, চট্টগ্রাম দক্ষিণ জেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দদের উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তারা কোনোভাবে দেশপ্রেমিক নয়
পরবর্তী নিবন্ধউত্তর ঢেমশা গ্রামে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ