শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আজ শুক্রবার সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। এদিন জুমার নামাজের পর এ কর্মসূচি শুরু হবে বলে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। সরকার এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে না পারলে সংসদ ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দেন তিনি। খবর বিডিনিউজের।












