কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীর চন্দ্রঘোনায় আজ সকাল থেকে পুনরায় ফেরি চালু করা হচ্ছে। গতকাল সড়ক ও জনপথ (সওজ) রাঙামাটি বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা এ তথ্য জানান। এদিকে কর্ণফুলী নদীর ফেরি চলাচলের পথে খননের (ড্রেজিং) জন্য আনা ডুবে যাওয়া ক্রেনটি উদ্ধারে চট্টগ্রাম থেকে নদীপথে একটি বার্জ ক্রেন আনা হয়েছে। গতকাল বিকাল ৪টা থেকে ডুবে যাওয়া ক্রেনটি উদ্ধারে অভিযান চলছে। তবে নদীতে জোয়ার থাকায় ভাটা না পড়া পর্যন্ত থমকে থাকে উদ্ধারের কাজ। গতকাল রাত ৮টায় সওজ রাঙামাটি বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, গত শনিবার রাতে ডুবে যাওয়া ক্রেনটি উদ্ধারে চট্টগ্রাম থেকে নদী পথে একটি বার্জ ক্রেন নিয়ে আসা হয়েছে। বার্জ ক্রেন দিয়ে ক্রেন উদ্ধারের কাজ চলছে, রাতের মধ্যেই উদ্ধার অভিযান শেষ হবে। আগের নিয়মে বুধবার (আজ) সকাল থেকে চন্দ্রঘোনা ফেরি সচল করা হবে।