আজ থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল

মেয়র অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৩ মে, ২০২৫ at ৭:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের আর্থিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত মেয়র অনূর্ধ্ব১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হচ্ছে আজ থেকে। এরই মধ্যে গ্রুপ পর্ব পেরিয়ে আটটি দল শেষ আটে জায়গা করে নিয়েছে। দল গুলো হচ্ছে আবদুস সোবাহান ফুটবল দল, কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি, কোয়াইশ স্পায়ার ফুটবল একাডেমি, মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমি, বাংলাদেশ বয়েজ ফুটবল একাডেমি, আনোয়ারা ফুটবল একাডেমি, শিকলবাহা ফুটবল একাডেমি এবং পাঠানটুলী ফুটবল একাডেমি। গতকাল সপ্তম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে পাঠানচুলী ফুটবল একাডেমি। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পাঠানটুলী ফুটবল একাডেমি ১০ গোলে ফাতেয়াবাদ ফুটবল একাডেমি কে পরাজিত করে শেষ আটে নাম লেখায়। দলের পক্ষে একমাত্র গোলটি করে রকিব। সে সুবাদে ম্যাচ সেরাও নির্বাচিত হয় রকিব। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরী।

একাই মাঠে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় আনোয়ারা ফুটবল একাডেমি ৩০ গোলে সন্দান ফুটবল একাডেমিকে পরাজিত করে শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। দলের পক্ষে নিয়াজুল করিম ১ টি, হাসনাত হোসেন ১ টি এবং শাহরিয়ার মাহমুদ ১ টি গোল করে। বিজয়ী দলের নিয়াজুল করিম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহি সদস্য মাহমুদূর রহমান মাহবুব। আজ কোয়ার্টার ফাইনালের দুটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের বিকেল তিনটায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে আবদুস সোবাহান ফুটবল দল এবং কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি। বিকাল ৪ টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কোয়াইশ স্পায়ার ফুটবল একাডেমি এবং মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমি। আগামীকাল অনুষ্ঠিত হবে দুটি কোয়ার্টার ফাইনাল। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ বয়েজ ফুটবল একাডেমি এবং আনোয়ারা ফুটবল একাডেমি। একইমাঠে বিকেল ৪টায় শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে শিকলবাহা ফুটবল একাডেমি এবং পাঠানটুলী ফুটবল একাডেমি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী উপজেলা ফুটবল লীগ উদ্বোধন হাটহাজারী খেলোয়াড় সমিতির শুভ সূচনা
পরবর্তী নিবন্ধজয়ার নতুন সিনেমা মুক্তি পাচ্ছে ১৬ মে