আজ থেকে মিশন টি-টোয়েন্টি

আফগানদের বিপক্ষে সিলেটে মাঠে নামছে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৪ জুলাই, ২০২৩ at ৯:২১ পূর্বাহ্ণ

অন্য দুই ফরম্যাটের চাইতে টিটোয়েন্টিতে আফগানিস্তান অনেক শক্তিশালী দল। সেটা তাদের পারফরম্যান্সই প্রকাশ পায়। তাছাড়া বাংলাদেশের সাথে টিটোয়েন্টির দ্বিপাক্ষিক লড়াইয়েও বেশ এগিয়ে আফগানরা। যেখানে ৯ মোকাবেলায় আফগানদের জয় ৬টি। আর বাংলাদেশের মাত্র তিনটি। আর এই তিনটি জয়ই নিজেদের মাঠে। গত বছর দু দলের দুই ম্যাচের সিরিজটি ১১ এ ড্র হয়েছিল। যদিও বাংলাদেশ প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে গেলেও পরের ম্যাচে জয় তুলে নেয় আফগানরা। এরই মধ্যে নিজেদের সবচাইতে প্রিয় ফরম্যাট ওয়ানডেতে নিজেদের মাঠে সিরিজ খুইয়েছে বাংলাদেশ দীর্ঘ দিন পর। তবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দারুন এক জয়ে আবার ছন্দে ফিরেছে বাংলাদেশ। আর সে ছন্দ নিয়েই আজ থেকে টিটোয়েন্টি মিশনে নামছে টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬ টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচে যথাক্রমে ৮ ও ৭ উইকেটে জয় পেয়েছিলো আফগানিস্তান। কিন্তু শেষ পাঁচ লড়াইয়ের মধ্যে দুটিতে জিতেছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে মোট তিনটি জয়ের মধ্যে দুটিই সামপ্রতিক সময়ে পেয়েছে টাইগাররা। তাই এই সিরিজেই পরিসংখ্যান পাল্টে দেয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, ২০২৪ সালের টিটোয়েন্টি বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী দল তৈরি করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ধারাবাহিকতা অ্যাবহত রাখা। আর সে পথে আফগানদের বিপক্ষে এই সিরিজ বেশ গুরুত্বপূর্ন। টাইগার অধিনায়ক বলেন এই ফরম্যাটে আমরা উন্নতি করছি। যা আমাদের সামপ্রতিক পারফরমেন্সে ফুটে উঠেছে। টিটোয়েন্টি বিশ্বকাপের পর আমরা কিছু ম্যাচ জিতেছি। আমরা সেই ধারা অব্যাহত রাখতে চাই। আফগানরা যে কঠিন প্রতিপক্ষ এবং ভিন্ন চ্যালেঞ্জ ছুঁড়ে দিবে সেটা বেশ ভালই জানা সাকিবের। তাই তিনি বলছেন টিটোয়েন্টিতে বড় বা ছোট দল বলে কিছু নেই। আমরা ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছি। তারা ছিল বিশ্ব চ্যাম্পিয়ন। আবার আয়ারল্যান্ডের কাছে একটি ম্যাচ হেরেছি। তবে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজের দু’টি ম্যাচই জিততে চান বলে পরিষ্কার জানিয়ে দিলেন সাকিব।

পূর্ববর্তী নিবন্ধচার মাস পর আজ চবির সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান চেম্বার সভাপতির