নেপালের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ সামনে রেখে আজ রোববার শুরু হবে মাঠের অনুশীলন। গতকাল শনিবার জামালদের অনুশীলন ছিল না। মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে আগামী বুধবার বিকাল ৫টায় নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নেপাল। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এবারের আসরে শ্রীলংকার ফাইনাল খেলার আশা শেষ হয়েছে আগেই। বাকি চার দলেরই সুযোগ আছে ১৬ অক্টোবরের ফাইনালের মঞ্চে ওঠার।