চট্টগ্রামে বৃষ্টিপাত আজ থেকে কমে আসবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘সেন্ট্রালে, মানে ঢাকায় পরশু পর্যন্ত এরকম বৃষ্টিপাত চলবে। তবে চট্টগ্রামের বৃষ্টি শুক্রবারই কমে যাবে।’ খবর বিডিনিউজের।
ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে মৌসুমী বায়ুও বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এই দুইয়ের প্রভাব পড়ছে আবহাওয়ায়।












