পটিয়াস্থ ছনহরা র্স্বজনীন কালীবাড়ি মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আজ ও কাল ২ দিনব্যাপী সংগীতানুষ্ঠান, ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে। অধ্যাপক অরুন কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠেয় ধর্মসভায় উদ্বোধক হিসেবে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য। প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সুকান্ত ভট্টাচায। শুভ আশীর্বাদক থাকবেন অচ্যুত গৌরহরি দাস ব্রহ্মচারী, এডভোকেট রনজিত কুমার মিত্র, বিশেষ অতিথি থাকবেন ১৫নং ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব বসাক। সভায় মহোৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব ভট্টাচার্য স্বাগত বক্তব্য ও কালীবাড়ি পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সুব্রত কানুনগৌ শুভেচ্ছা বক্তব্য রাখবেন। প্রেস বিজ্ঞপ্তি।