আজ থেকে নগরীতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

| বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ at ৮:৫২ পূর্বাহ্ণ

নগরীর হোটেল পেনিনসুলায় আজ শুরু হচ্ছে তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলাচিটাগং ট্রাভেল মার্ট। সকালে মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এবারের পর্যটন মেলায় ২৭টি প্রতিষ্ঠান, ৩৪টি স্টলে তাদের পণ্য ও সেবার প্রদর্শন করবে। মেলা চলাকালীন ভিজিটরদের হ্রাসকৃত মূল্যে এয়ারটিকিট, ট্যুর প্যাকেজ, মেডিক্যাল প্যাকেজ, হোটেল রুম ও অন্যান্য পর্যটন সেবা অফার করবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। মেলাটি আগামী ১৭ মে পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগ্রহী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলা আয়োজন করেছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপঞ্চরত্ন স্মৃতি পরিষদের বৈশাখী পূর্ণিমা উদযাপন
পরবর্তী নিবন্ধপাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণ রেস্টুরেন্ট