কারফিউ শিথিল অবস্থায় আজ বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে সীমিত পরিসরে কিছু যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। ট্রেন চলাচলের এই সময় হবে পাঁচ ঘণ্টা। আজ বৃহস্পতিবার ঢাকা–নারায়ণগঞ্জ, ঢাকা–গাজীপুর–টঙ্গী রুটে এবং ঢাকা–টাঙ্গাইল পথের কমিউটার ট্রেনগুলো চলাচল করবে। বিশেষ করে স্বল্প দূরত্বের ট্রেন গুলো চলবে আজ। এর বাইরে তিতাস কমিউটার ট্রেন ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে চলাচল করবে। ট্রেনটি সকাল সোয়া ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়বে আর দুপুর ১টা ৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরতি যাত্রা শুরু করবে। গতকাল বুধবার চলমান পরিস্থিতিতে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রেন চলাচলের বিষয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর গণমাধ্যমকে বলেন, কারফিউ শিথিল সময়টাতেই স্বল্প দূরত্বের ট্রেন চলবে। এরপর সরকার কারফিউ নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিলে সে অনুযায়ী আমরা বৃহস্পতিবার পূর্ণাঙ্গভাবে ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেব।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতা শুরু হলে পরিষেবা স্থগিত করে বাংলাদেশ রেলওয়ে। এর এক সপ্তাহ পরে আজ বৃহস্পতিবার থেকে অতি সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল চালু শুরু হচ্ছে।