আজ থেকে চট্টগ্রামের শিক্ষার্থীরা পাবে টিকার দ্বিতীয় ডোজ

দেয়া হবে ৬ কেন্দ্রে

| রবিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৪৩ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের প্রথম ডোজের টিকাদান কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পর চট্টগ্রামে আজ রোববার থেকে শুরু হচ্ছে শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজ টিকাদানের কার্যক্রম। প্রথম ডোজ নেওয়া ১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থীরা এবার দ্বিতীয় ডোজ টিকা পাবে। চট্টগ্রাম নগরীর ছয়টি কেন্দ্রে সকাল ৯টা থেকে টিকা দেওয়া শুরু হবে। শিক্ষার্থীদের অবশ্যই টিকা কার্ড সঙ্গে নিয়ে নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে হবে নির্ধারিত টিকাদান কেন্দ্রে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বাসসের।
যে ছয়টি কেন্দ্রে টিকা দেওয়া হবে, সেগুলো হচ্ছে নগরীর পশ্চিম ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, জিইসি কনভেনশন হল, এমএ আজিজ স্টেডিয়াম, নেভাল এভিনিউয়ের অফিসার্স ক্লাব, চট্টেশ্বরী রোডের চিটাগাং গ্রামার স্কুল এবং সিআরবি রোডের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধযৌতুকের জন্য কাটলেন স্ত্রীর কব্জি