দক্ষিণ এশিয়ার বৃহত্তম হ্রদ কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি, ভারসাম্য রক্ষা ও অবমুক্ত পোনার যথাযথ সংরক্ষণ নিশ্চিতকরণের লক্ষে আজ থেকে হ্রদে মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারো ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা করে এই সিদ্বান্ত নেয়া হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, মাছ ধরা বন্ধকালীন সময়ে কেউ আইন অমান্য করে কারেন্ট জাল বা অন্য কোন উপায়ে মাছ ধরার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রতিবছর মৎস্য উন্নয়ন কর্পোরেশন এবং হ্রদ পরিচালনা কমিটি মে মাস থেকে ৩ মাসের জন্য মাছ ধরা সম্পূর্ণ বন্ধ রাখে। তারই ধারাবাহিকতায় এবছরও হ্রদে শুক্রবার মধ্যরাত থেকে মাছ ধরা নিষিদ্ধ করেছে প্রশাসন। এছাড়া প্রজ্ঞাপনে কিছু জায়গাকে অভয়াশ্রম ঘোষণা, হ্রদের উপর নির্ভরশীল জেলেদের তিন মাসের জন্য ভিজিএফের ২০ কেজি করে চাল বিতরণ, প্রাকৃতিক প্রজননের পাশাপাশি মৎস্যপোণা অবমুক্তকরণ করা। এছাড়া নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানানো হয়।