পবিত্র রবিউল আউয়াল মাস এবং জশনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমির ভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দানে বিগত ২০ বছরের ধারাবাহিকতায় ২১তম বর্ষে এবারও ১ হতে ১২ রবিউল আউয়াল বার দিনব্যাপী খতমে সালাওয়াতে রাসুল মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে আওলাদ গাউসুল আজম, বিদেশি মেহমান, দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, সাংবাদিক উপস্থিত থাকবেন। কর্মসূচিতে সকল আশেক ভক্তকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য শাহসুফি মাওলানা সৈয়দ নুরুল হক শাহ আওলাদদের পক্ষ থেকে আহবান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












