আজ থেকে আবার টিসিবির পণ্য বিক্রি শুরু

আজাদী প্রতিবেদন | রবিবার , ৬ জুন, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

আবারও শুরু হচ্ছে টিসিবির ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি। আজ রোববার থেকে ২০টি ভ্রাম্যমাণ ট্রাকে করে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ভোক্তা পর্যায়ে নিত্যপণ্য বিক্রি করা হবে। প্রত্যেক ট্রাকে থাকবে চিনি, ডাল ও সয়াবিন তেল।
একজন গ্রাহক টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে ৫৫ টাকা দরে ৪ কেজি চিনি, ৫৫ টাকা দরে ২ কেজি ডাল ও ১০০ টাকা দরে ২ থেকে ৫ লিটার সয়াবিন তেল ক্রয় করতে পারবেন। উল্লেখ্য, গত ৯ মে থেকে টিসিবির ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি বন্ধ ছিল।
টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক প্রধান জামাল উদ্দিন আহমেদ আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন। নগরীর স্পটগুলো হলো, স্টিল মিল বাজার, কাটগড়, ইপিজেড মোড়, মাইলের মাথা, বন্দর-কাস্টমসের মোড়, আগ্রাবাদ, বড় পোল, হালিশহর, দামপাড়া, পাঁচলাইশ থানার সামনে, বহদ্দারহাট মোড়, কোতোয়ালী মোড়, লালখান বাজার, জামালখাঁন প্রেসক্লাব ও দেওয়ানহাট মোড়।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাসীর তিন লাখ টাকা নিয়ে পালালো টেক্সি চালক
পরবর্তী নিবন্ধমিতুকে চারবার খুনের চেষ্টা করেছে বাবুল