আজ থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল

| সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:৩৬ পূর্বাহ্ণ

ব্যক্তি শ্রেণির আয়কর দাতারা ২০২৪২০২৫ কর বছরের রিটার্ন আজ সোমবার থেকে অনলাইনে দাখিল করতে পারবেন। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে বলা হয়, অনলাইন রিটার্ন দাখিলের জন্য ইরিটার্ন পদ্ধতির আপগ্রেডেশনের কাজ সম্পন্ন করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর (আজ) হতে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেমটি করদাতাদের জন্য উন্মুক্ত করা হবে। খবর বিডিনিউজের।

রিটার্ন পদ্ধতি ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা নিজের রিটার্ন তৈরি, অনলাইনে রিটার্ন দাখিল অথবা অফলাইনে রিটার্ন দাখিলের জন্য প্রিন্ট করে নিতে পারবেন। সেই সঙ্গে অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করা যাবে। এছাড়া রিটার্ন দাখিলের তাৎক্ষণিক প্রমাণ প্রাপ্তি, আয়কর পরিশোধ সনদ ও টিআইএন সনদ, আগের বছর দাখিল করা ইরিটার্নের কপি, রিটার্ন দাখিলের প্রমাণ প্রিন্ট বা ডাউনলোডের সুবিধা আছে। ব্যক্তি শ্রেণির আয়কর দাতারা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে (www.elaxnbr.gov.bd) নিজের তথ্য ব্যবহার করে নিবন্ধন শেষে এসব সুবিধা পাবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। এর আগে ২০২৩২০২৪ কর বছরে পাঁচ লাখ ২৬ হাজার ৪৮৭ জন করদাতা ইরিটার্ন দাখিল করেন।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন রুটে ৮ ঘণ্টা বন্ধ ছিল বাস চলাচল, দুর্ভোগ
পরবর্তী নিবন্ধআগামী বছর নবম-দশমের বই ২০১২ সালের সিলেবাসে