আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে ঘুরে দাড়াতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১১ জুন, ২০২২ at ৭:৩২ পূর্বাহ্ণ

এশিয়ান কাপ বাছাইয়ে দুই দলেরই শুরুটা হার দিয়ে। স্বাভাবিকভাবে তাই ঘুরে দাঁড়াতে মরিয়া উভয় পক্ষ। ফিফা র‌্যাঙ্কিংয়ে যদিও বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে তুর্কমেনিস্তান, তার পরও ঘুরে দাড়ানোর সুযোগ দেখছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা । তিনি ভালো কিছুর প্রত্যাশা নিয়েই কষছেন ছক। মালয়েশিয়ার কুয়ালা লামপুরের বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে আজ শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। বাহরাইনের বিপক্ষে ২০ গোলে হেরে বাছাই শুরু করেছে বাংলাদেশ। আর স্বাগতিক মালয়েশিয়ার কাছে ৩১ গোলে হেরেছে তুর্কমেনিস্তান। ফিফা র‌্যাঙ্কিংয়ে তুর্কমেনিস্তানের অবস্থান ১৩৪তম, বাংলাদেশ ১৮৮তম। আগের একমাত্র মুখোমুখি লড়াইয়ের ফলও তুর্কমেনিস্তানের পক্ষে। ২০০২ সালে এশিয়ান গেমসে ৩১ গোলে জিতেছিল তারা। তবে বাহরাইন ম্যাচের পারফরম্যান্স নিয়ে আশার কিছু দেখছেন বাংলাদেশ কোচ। সে ম্যাচে প্রথমার্ধে দুটি গোল হজম করলেও দ্বিতীয়ার্ধে আর গোল হজম করেনি। সেখান থেকে প্রেরনা খুজছে বাংলাদেশ। হারের হতাশা থাকলেও প্রথম ম্যাচে ভালো খেলার তৃপ্তিটুকু নিয়ে দুই দিন প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। কাজ করেছে নিজেদের শক্তিদুর্বলতা নিয়ে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপে অফসাইড ধরবে রোবট লাইন্সম্যান
পরবর্তী নিবন্ধতিন সপ্তাহের ছুটিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন নান্নু