আজ ঢাকার মুখোমুখি চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

বিপিএলের নক আউট পর্বে যেতে পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ঢাকা ডমিনেটরস। বিদায় নিয়েছে দু দলই এরই মধ্যে। তাই চট্টগ্রামের বাকি দুই ম্যাচে এবং ঢাকার শেষ ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার ম্যাচে পরিণত হয়েছে। সেই আনুষ্ঠানিকতার ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ঢাকা ডমিনেটরস এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবারের বিপিএলের শুরুটা দু দলের ছিল দু রকম।

ঢাকা শুরু করেছিল জয় দিয়ে। আর চট্টগ্রামের শুরুটা হয়েছিল হার দিয়ে। তবে দু দলের প্রথম মোকাবেলায় জয়টা পেয়েছিল চট্টগ্রামই। নিজেদের মাঠে ঢাকা ডমিনেটরসকে হারিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাই আজ ঢাকার সামনে প্রতিশোধের চ্যালেঞ্জ। অবশ্য জয় দিয়ে আসর শেষ করতে চাইছে ঢাকা ডমিনেটর্স। প্লেঅফে উঠতে না পারায় এবারের আসরে এটিই ঢাকার সর্বশেষ ম্যাচ। অপরদিকে এটি ছাড়া আরও একটি ম্যাচ বাকি রয়েছে চট্টগ্রামের। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ও চট্টগ্রামের ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। এখন পর্যন্ত ১১ ম্যাচে ৩টি জয় ও ৮টি হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে ঢাকা। জয় দিয়ে আসর শুরুর পর টানা ছয় ম্যাচ হারে ঢাকা। অষ্টম ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা পায় । সর্বশেষ তিন ম্যাচে মাত্র ১টিতে জয় পায় ঢাকা। খুলনা টাইগার্সকে দু’বার ও ফরচুন বরিশালকে একবার হারায় ঢাকা। খুলনার বিপক্ষে ৬ উইকেট ও ২৪ রানে এবং বরিশালকে ৫ উইকেটে হারায় নাসিরতাসকিনরা। অপরদিকে ব্যাটার ও বোলারদের বাজে পারফরমেন্সে টেবিলের তলানিতে রয়েছে চট্টগ্রাম। ১০ ম্যাচে ২টি জয় ও ৮টি হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সর্বশেষ দল চট্টগ্রম। একই চিত্র খুলনারও। কিন্তু রান রেটে পিছিয়ে তলানিতে চট্টগ্রাম। চট্টগ্রামের দু’টি জয় যথাক্রমে খুলনা টাইগার্স ও ঢাকার বিপক্ষে। খুলনা টাইগার্সকে ৯ ও ঢাকাকে ৮ উইকেটে হারিয়েছিল চট্টগ্রাম। সর্বশেষ ছয় ম্যাচেই হারের লজ্জা পেয়েছে চট্টগ্রাম। হারের বৃত্ত থেকে বেরিয়ে আসরের তৃতীয় জয়ে চোখ চট্টগ্রামের।

পূর্ববর্তী নিবন্ধবন্দরকে উড়িয়ে প্রথম জয় ফ্রেন্ডস ক্লাবের
পরবর্তী নিবন্ধএসএসসি ৯৯ ব্যাচের দিবা-রাত্রি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন