আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী প্রফেসর ড. জামাল নজরুল ইসলামের সহধর্মিনী প্রফেসর সুরাইয়া ইসলামের প্রথম নামাজে জানাজা আজ বাদ জুমা সার্সন রোডস্থ বাসা সংলগ্ন বিপিসি মসজিদে অনুষ্ঠিত হবে। বাদ আসর গরিবুল্লাহ শাহ (র.) এর মাজার প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে স্বামীর কবরের পাশে দাফন করা হবে। উল্লেখ্য, সুরাইয়া ইসলাম (৮৬) গত ১৯ এপ্রিল রাতে বার্ধক্যজনিত কারণে ঢাকায় ইন্তেকাল করেন। প্রেস বিজ্ঞপ্তি।