আজ ডা. প্রণব কুমার চৌধুরীর স্কুল-স্বাস্থ্য গ্রন্থের প্রকাশনা উৎসব

| শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ at ৯:২১ পূর্বাহ্ণ

চিকিৎসাবিদ, লেখক প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী পিএইচডি’র সামপ্রতিক গ্রন্থ ‘স্কুলস্বাস্থ্য’এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। শিশুবিশ্ব আয়োজিত প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা (উপ সচিব) . কিসিঞ্জার চাকমা, চট্টগ্রাম চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত ও আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম। দৈনিক আজাদী সহযোগী সম্পাদক রাশেদ রউফের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন বাচিকশিল্পী আয়েশা হক শিমু। অনুষ্ঠানে আগ্রহীদের উপস্থিতি কামনা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাধক রঘুনন্দন চৌধুরীর মহোৎসবের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধসোমবার কাগতিয়া দরবারে মিরাজুন্নবী (দ.) মাহফিল