আজ টিকা পেয়েছে ১৪ উপজেলার ৪ লাখ ২৯ হাজার জন

আজাদী অনলাইন | শনিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের ১৪ উপজেলায় আজ শনিবার(২৬ ফেব্রুয়ারি) ৪ লাখ ২৯ হাজার ২৯৪ জনকে করোনা টিকার আওতায় আনা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় এ তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি বলেন, “আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল তা আমরা পূরণ করতে সক্ষম হয়েছি। কোনো ডকুমেন্ট ছাড়া আজ ১৪ উপজেলার ৪ লাখ ২৯ হাজার মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যদি সময় বাড়ানো হয় আমাদের এই কার্যক্রম চালানো যাবে। উপজেলাগুলোর ২০০টি কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম চালানো হয়।”

তবে এখনো পর্যন্ত সিটি কর্পোরেশনের ৪১ ওয়ার্ডের টিকা কার্যক্রমের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, শনিবার চালানো কার্যক্রমে ১২ থেকে ১৭ বছর বয়সী মোট ৩৪ হাজার ৮৭৪ জন এবং ১৮ বছরের ঊর্ধ্বে ৩ লাখ ৯৪ হাজার ৪২০ জনকে টিকা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই লেকে পানির স্তর দিন দিন কমছে
পরবর্তী নিবন্ধপেকুয়ায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলায় আটক ২