প্রাথমিক শিক্ষক সাংস্কৃতিক মঞ্চ সহযাত্রীর উদ্যোগে আজ সোমবার বিকাল ৫টা ও সন্ধ্যা সোয়া ৭টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিমল বন্দোপাধ্যায় রচিত নাটক ‘একটি অবাস্তব গল্প’। নাটকে অভিনয় করেছেন সহযাত্রীর সদস্য যীশু, নাসির, ধীমান, সুমন, মৌসুমী, অসিত, তৌহিদ, ইন্দ্রজিৎ, সীমান্ত, সমীরণ ও মৌনি। প্রেস বিজ্ঞপ্তি।












