আজ টিআইসিতে মান্না দে স্মরণে অনুষ্ঠান

| শনিবার , ২৫ অক্টোবর, ২০২৫ at ১১:১৬ পূর্বাহ্ণ

কিংবদন্তী সুরসাধক মান্না দে’র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একাডেমি অব সাউথ এশিয়ান কালচারাল হেরিটেজের আয়োজনে মান্না দে’র গীত গান ও সুর করা গান নিয়ে এক স্মৃতিময় গানের জলসা বসবে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় থিয়েটার ইনন্টটিউট চট্টগ্রাম (টিআইসি ) মিলনায়তনে। গানগুলো পরিবেশন করবেন শিল্পী শাহরিয়ার খালেদ ও শিল্পী রাহিনাতুল জান্নাত কান্না। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসদারঙ্গের উচ্চাঙ্গ সংগীতের আসর
পরবর্তী নিবন্ধতুরস্ক উপকূলে নৌকাডুবিতে ৭ অভিবাসীর প্রাণহানি