চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আজ শনিবার বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চস্থ হবে বাংলা সাহিত্যের জনপ্রিয়তম কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে স্কেচ গ্যালারি নন্দন নাট্যপ্রযোজনা ‘সাজঘর’। নাট্যরূপ এবং নির্মাণে শাহরিয়ার হান্নান। নাটকটিতে অভিনয় করেছেন–সনজীব বড়ুয়া, বিজন মজুমদার, সুচরিত দাশ খোকন, রহিমা খাতুন লুনা, শাহীন চৌধুরী, আশীষ নন্দী, বিকিরণ বড়ুয়া, মামুন নাজিম, ধীমান দাশ, সালমা জাহান, বুশরা আল মোবাশ্বেরা, মামুরা মমতাজ দীপা ও শাহরিয়ার হান্নান। প্রেস বিজ্ঞপ্তি।