রাঙ্গুনিয়া দরবারে বেতাগী আস্তানার হযরত মাওলানা শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহ.) এর ১৭ তম ওরশ আজ বেতাগী আস্তানায় অনুষ্ঠিত হবে।
ওরশের কর্মসূচির মধ্যে রয়েছে –পবিত্র খতমে কোরআন শরীফ, খতমে তাহলীল শরীফ, খতমে ইউনুছ, খতমে সূরা ইখলাস, খতমে খাজেগান শরীফ, খতমে গাউছিয়া শরীফ ও বেলা ৩টা থেকে হুজুর কেবলার জীবনী আলোচনা, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, রাত ১০টায় আখেরী মোনাজাত। ওরশে ফয়ুজাত হাসিলের জন্য সাজ্জাদানশীন মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মা.জি.আ.) অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।