আজ আওলাদে রাসুল রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত আল্ল্ল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলীর খেতাবতে ও আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ ও শাহ্জাদা আল্ল্ল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহের অংশগ্রহণে নামাজে জুমা ষোলশহরস্থ দায়েম নাজির জামেয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদ সংলগ্ন জুলুস ময়দানে অনুষ্ঠিত হবে। আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কেবিনেট নেতৃবৃন্দ-সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশের সর্বস্তরের কর্মকর্তা-সদস্যবৃন্দ, উম্মতে মুহাম্মদী ও সিলসিলার আশেকানবৃন্দ নামাজে জুমা আদায় করবেন।
হুজুর কেবলায়ে আলম নামাজে জুমা শেষে সিলসিলাহ-এ আলীয়া কাদেরিয়া ত্বরীকায় বা’য়াতের কার্যক্রম পরিচালনা করবেন। একই দিন জুলুস ময়দানে বাদ মাগরিব জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক চেয়ারম্যান, সাবেক অধ্যক্ষ, সাবেক শায়খুল হাদীস ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হবে।