জাতীয় যুব দিবস আজ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবারও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজধানীসহ সারাদেশে জাতীয় যুবদিবস পালিত হবে। এ বছর জাতীয় যুবদিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষ্যে পৃথক বাণী দিয়েছেন।
জাতীয় যুবদিবস উপলক্ষ্যে গতকাল সোমবার সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও ‘আমরা নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুবদিবস পালন করতে যাচ্ছি’।
এ সময় তিনি জানান, এ বছর আত্মকর্মসংস্থানে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি স্বরূপ ১৫ জন আত্মকর্মী এবং স্বেচ্ছাসেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের জন্য ৬ জন যুবসংগঠক- অর্থাৎ মোট ২১ জন সফল যুবককে জাতীয় যুব পুরষ্কার প্রদান করা হবে।
তিনি জানান, দিবসটি উপলক্ষ্যে কেন্দ্রীয়ভাবে এবং মাঠ পর্যায়ে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে- যুবর্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, যুব পুরষ্কার বিতরণ, যুবদের উৎপাদিত পণ্যের ডিসপ্লে, যুবঋণ বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ, রক্তদান কর্মসূচি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।