আজ ৫ জানুয়ারি জাতীয় ছড়া দিবস। ছড়া জাদুকর সুকুমার বড়ুয়ার মহাপ্রয়াণে এ দিবস আজ যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। আজ সোমবার বিকেল সাড়ে ৪ টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তন অনুষ্ঠান উদ্বোধন করবেন সনজীব বড়ুয়া।
সাহিত্যিক রাশেদ রউফ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচক থাকবেন আকাশ আহমেদ, কাঞ্চনা চক্রবর্তী, গোফরান উদ্দীন টিটু, নিজামুল ইসলাম সরফী, মর্জিনা আখতার। আয়েশা হক শিমুর সঞ্চালনায় উদ্বোধনী ছড়া পাঠে থাকবেন আকতার হোসাইন, আবুল কালাম বেলাল, ইফতেখার মারুফ, উৎপলকান্তি বড়ুয়া, এয়াকুব সৈয়দ, কেশব জিপসী, জসীম মেহবুব, জিন্নাহ চৌধুরী, দীপক বড়ুয়া, প্রদ্যোত কুমার বড়ুয়া, বিপুল বড়ুয়া, মারজিয়া খানম সিদ্দিকা, মিজানুর রহমান শামীম, সিতাংশু কর, সৈয়দ খালেদুল আনোয়ার, সৈয়দ জিয়াউদ্দীন। এরপর ছড়ার সমকালীনতা শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করবেন অরুণ শীল। আলোচক থাকবেন অমিত বড়ুয়া, আখতারুল ইসলাম, আজিজ রাহমান, ইসমাইল জসীম, কানিজ ফাতিমা, সুবর্ণা দাশ মুনমুন। দুই পর্বে ছড়াপাঠে সভাপতিত্ব করবেন মৃণালিনী চক্রবর্তী ও কাসেম আলী রানা। এতে দুই শতাধিক লেখক ছড়া পাঠ ও আবৃত্তিতে অংশ নেবেন। প্রেস বিজ্ঞপ্তি।











