সাবেক স্বাস্থ্য, শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রী জহুর আহম্মদ চৌধুরীর ৪৭ তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে জহুর আহম্মদ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের পরিচালক শরফুদ্দিন চৌধুরী রাজুর সভাপতিত্বে মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ ব্যাপক কর্মসূচির আয়োজন করেছে। বর্তমান করোনা মহামারীর কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবারের পক্ষ থেকে মরহুমের বাসায় কোরআন খতম ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। কোরআন খতম ও মিলাদ মাহফিলে সংগঠনের সভাপতি মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দীন চৌধুরী সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।