আজ জহুর আহম্মদ চৌধুরীর ৪৭ তম মৃত্যুবার্ষিকী

| মঙ্গলবার , ২৯ জুন, ২০২১ at ৭:১০ পূর্বাহ্ণ

সাবেক স্বাস্থ্য, শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রী জহুর আহম্মদ চৌধুরীর ৪৭ তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে জহুর আহম্মদ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের পরিচালক শরফুদ্দিন চৌধুরী রাজুর সভাপতিত্বে মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ ব্যাপক কর্মসূচির আয়োজন করেছে। বর্তমান করোনা মহামারীর কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবারের পক্ষ থেকে মরহুমের বাসায় কোরআন খতম ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। কোরআন খতম ও মিলাদ মাহফিলে সংগঠনের সভাপতি মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দীন চৌধুরী সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুই লাখ গাছের চারা রোপণ করবে গাউসিয়া কমিটি
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বজ্রপাতে হতাহতের পরিবারে অনুদান প্রদান