বায়েজিদ নয়াহাটস্থ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) দরবারে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (দ.) মাহফিল আজ। এতে সভাপতিত্ব করবেন আল্লামা ইয়াছিন মাহমুদ ছিদ্দিকী ওয়াজেদী। অনুষ্ঠানে খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান ও প্রখ্যাত ওলামা কেরামগণ তকরির করবেন। প্রেস বিজ্ঞপ্তি।