আজ চাঁদ দেখা কমিটির সভা

রমজানের চাঁদ দেখার লক্ষ্যে

| শনিবার , ১ মার্চ, ২০২৫ at ১০:৩২ পূর্বাহ্ণ

১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা।

আজ সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। খবর বাসসের।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে, তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বরসমূহ হলো : ০২২২৩৩৮১৭২৫, ০২৪১০৫০৯১২, ০২৪১০৫০৯১৬ ও ০২৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বরসমূহ : ০২২২৩৩৮৩৩৯৭ ও ০২৯৫৫৫৯৫১।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি শপিং মল
পরবর্তী নিবন্ধনগরে সব শপিংমল ও মার্কেটে বর্ণিল আলোকসজ্জা