গবেষণায় মরণোত্তর একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা চট্টলতত্ত্ববিদ গবেষক আবদুল হক চৌধুরীর ২৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আবদুল হক চৌধুরী স্মৃতি পরিষদ, নোয়াজিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহের পক্ষ থেকে কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, খতমে কোরআন, জেয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আবদুল হক চৌধুরী স্মৃতি পরিষদের সভাপতি প্রফেসর ড. অনুপম সেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. ওবায়দুল করিম প্রয়াত এই মনীষীর মৃত্যুদিবসে তাঁর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, আবদুল হক চৌধুরী ১৯২২ সালের ২৪ আগস্ট রাউজানের নোয়াজিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আবদুল হক চৌধুরী রচিত ও প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২টি । তাঁর রচনাবলী প্রখ্যাত ইতিহাসবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও প্রফেসর ইমেরিটাস ড. আবদুল করিমের সম্পাদনায় বাংলা একাডেমি থেকে ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছে। তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নোয়াজিশপুরে নির্মিত হয়েছে আবদুল হক চৌধুরী স্মৃতি কেন্দ্র-সংগ্রহশালা। প্রেস বিজ্ঞপ্তি।












