চট্টগ্রাম মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহারের উদ্যোগে কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও ট্রাস্টিবৃন্দকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান আজ বিকালে নগরীর জে.এম.সেন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি। বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর সিনিয়র ভাইস চেয়ারম্যান-২ বেগম আরমা দত্ত, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র সহ-সভাপতি একুশে পদকপ্রাপ্ত ড. বিকরণ প্রসাদ বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












