আজ চট্টগ্রাম একাডেমি শিল্পশৈলী পুরস্কার প্রদান অনুষ্ঠান

| বুধবার , ১০ ডিসেম্বর, ২০২৫ at ১০:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত ‘শিল্পশৈলী পুরস্কার ২০২৫’ প্রদান অনুষ্ঠান আজ ১০ ডিসেম্বর বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান সাহিত্য ও গবেষণায় সামগ্রিক অবদানের জন্য এ পুরস্কার পাচ্ছেন প্রখ্যাত লেখক অধ্যাপক তপন চক্রবর্তী। পুরস্কার হিসেবে থাকছে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভারসিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম। তপন চক্রবর্তী আধুনিক বাংলা সাহিত্যের একজন খ্যাতিমান লেখক। তিনি প্রধানত বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ বিষয়ে লেখালেখি করে থাকেন। তাঁর জন্ম ২০ জানুয়ারি ১৯৪২, চট্টগ্রামের লোহাগাড়ায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির বিবিএ ৪৪তম ব্যাচের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট সম্পন্ন
পরবর্তী নিবন্ধতফসিল ঘোষণার পর অনুমোদনহীন সমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান