বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির শিশুসাহিত্য উৎসব উপলক্ষ্যে আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় প্লে থেকে একাদশ শ্রেণির ছাত্র–ছাত্রীরা অংশ নেবে। কোনো ধরনের ফি নেই। প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার ছাড়াও অংশগ্রহণকারী সবার হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হবে। পুরস্কার দেওয়া হবে ২৫ অক্টােবর বিকেল ৪টায় শিল্পকলা একাডেমির উৎসব মঞ্চে। প্রতিযোগিতা ফরম তাৎক্ষণিক সংগ্রহ করা যাবে। আগ্রহী প্রতিযোগীদের সরাসরি চলে আসতে হবে প্রতিযোগিতার স্থানে (চট্টগ্রাম একাডেমি মিলনায়তন, ২য় তলা, কদমমোবারক বাই লেইন, হোটেল দস্তগীরের বিপরীত গলি, মোমিন রোড)। যে কোনো কবিতা আবৃত্তি করা যাবে। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারীকে ৫০০ টাকা নগদ ও এক হাজার টাকার বই, ২য় স্থান অর্জনকারীকে ৪০০ টাকা নগদ ও আট শত টাকার বই এবং ৩য় স্থান অর্জনকারীকে ৩০০ টাকা নগদ ও ছয় শত টাকার বই পুরস্কার হিসেবে দেওয়া হবে। পাশাপাশি উপস্থিত সকল অংশগ্রহণকারীকেও উৎসাহ পুরস্কার হিসেবে ২০০ টাকার বই প্রদান করা হবে। যে কোনো তথ্যের জন্য যোগাযোগ : ০১৮১৮–০১৬৫৮০। প্রেস বিজ্ঞপ্তি।