চট্টগ্রামে দুই দিনব্যাপী উচ্চতর প্রশিক্ষণ দেয়ার লক্ষ্যে আজ ২৪ আগস্ট বৃহষ্পতিবার চট্টগ্রাম আসছেন জাপান কারাতে ফেডারেশনের প্রশিক্ষক ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন সিনজি নিগাকি। আজ ২৪ ও কাল ২৫ আগস্ট দুই দিন তিনি উচ্চতর প্রশিক্ষণ দিবেন বাংলাদেশের কারাতে খেলোয়াড়দের। রেডিসন ব্লু বে–ভিউর নীলগিরি হলে প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে।
চট্টগ্রামে এই প্রশিক্ষণের আয়োজন করেছে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ও ইন্সপায়ার চট্টগ্রাম।












