আজ চট্টগ্রামে শ্রমিক দলের মহাসমাবেশ

প্রধান অতিথি মির্জা ফখরুল

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৬ জুলাই, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

দেশের বিভাগীয় শহরগুলোতে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দলের ব্যানারে শুরু হতে যাওয়া ‘দেশ বাঁচাতে শ্রমজীবী মানুষের জাগরণ’ শীর্ষক প্রথম মহাসমাবেশ আজ রোববার দুপুর ২টায় নগরীর নূর আহম্মদ সড়কে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল এ সমাবেশ আয়োজন করলেও এতে বিএনপি এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শ্রমজীবীরাও অংশ নেবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এর আগে বিএনপির বিভাগীয় তারুণ্যের সমাবেশও চট্টগ্রাম থেকে শুরু হয়েছিল। সমাবেশটি সফল হওয়ায় শ্রমিক সমাবেশের জন্যও চট্টগ্রামকে বেছে নেয় বিএনপির হাইকমান্ড। শ্রমিক দলের আয়োজন হলেও সমাবেশকে ঘিরে গত এক সপ্তাহ ধরে প্রস্তুতি ও প্রচারপ্রচারণাসহ নানাভাবে মাঠে সক্রিয় ছিল বিএনপিসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জানা গেছে, চট্টগ্রাম জেলা পরিষদ চত্বর অথবা কাজীর দেউড়ি মোড়ে সমাবেশটি করার জন্য সিএমপির কাছে অনুমতি চায় শ্রমিক দল। তবে পুলিশ দুই স্থানের পরিবর্তে নূর আহম্মদ সড়কে করার অনুমতি দেয়। এ অবস্থায় সড়কটির নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনের অংশে সমাবেশ আয়োজন করবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। এছাড়া সমাবেশে শ্রমিক দলের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা উপস্থিত থাকবেন।

বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীন আজাদীকে বলেন, সমাবেশ ঘিরে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। এর আগে চট্টগ্রামে যতগুলো সমাবেশ হয়েছে তার চেয়ে বেশি লোক সমাগম হবে ইনশাআল্লাহ। লক্ষাধিক লোকের জমায়েত হবে। টেকনাফ থেকে ব্রাহ্মণবাড়িয়া সব জায়গা থেকে শ্রমজীবীরা আসবেন। কেবল শ্রমিক দলের নেতাকর্মীরা না, সাধারণ মেহনতির শ্রমিকরোও অংশ নেবেন। ইতোমধ্যে যেসব প্রস্তুতি সভা করেছি তাতেও প্রচুর সাড়া পেয়েছি।

পূর্ববর্তী নিবন্ধঅভিযুক্ত চালক বান্দরবানে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকে বি হেলথ কেয়ারের কার্যক্রম বন্ধ করল স্বাস্থ্য বিভাগ