আজ চট্টগ্রামের প্রতিপক্ষ খুলনা

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৮ ডিসেম্বর, ২০২০ at ১১:০৩ পূর্বাহ্ণ

একদিন বিরতির পর আজ আবার মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বরিশাল এবং রাজশাহী। তামিমের দল বরিশাল পয়েন্ট তালিকার সবার নিচে অবস্থান করছে। একটি মাত্র ম্যাচে জিতেছে তারা। খেলেছে ৫টি ম্যাচ। অপরদিকে রাজশাহী ৬ ম্যাচ খেলে জিতেছে দুটি ম্যাচে। তাদের অবস্থান পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। তাই শেষ চারের জায়গা নিশ্চিত করতে হলে আজকের ম্যাচে জিততেই হবে রাজশাহীকে। অপরদিকে তামিমের দল বরিশালের জন্যও এই ম্যাচটি বাঁচা মরার।
দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম এবং খুলনা। দু দলের প্রথম দেখায় খুলনাকে এক রকম উড়িয়ে দিয়েছিল চট্টগ্রাম। টুর্নামেন্টের প্রথম পর্বের চারটি ম্যাচেই জয় তুলে নিয়েছিল চট্টগ্রাম। তবে দ্বিতীয় পর্বে এসে শুরুটা হয়েছে চট্টগ্রামের হার দিয়ে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে যে ঢাকাকে উড়িয়ে দিয়েছিল চট্টগ্রাম ফিরতি পর্বে সে ঢাকার কাছে প্রথম হারের স্বাদ নেয় চট্টগ্রাম। অপরদিকে খুলনার সাথে প্রথম দেখাতেও চট্টগ্রাম জিতেছিল ৯ উইকেটে। আজ আবার মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম এবং খুলনা। আজকের ম্যাচে খুলনার হয়ে খেলতে পারেন মাশরাফি বিন মর্তুজা। সাকিব, মাহমুদুল্লার পাশাপাশি মাশরাফির দলভুক্তিতে খুলনার শক্তি বাড়বে তাতে কোন সন্দেহ নেই। অপরদিকে এখনো পয়েন্ট তালিকার সবার উপরে থাকা চট্টগ্রাম রয়েছে বেশ ছন্দে। আগের ম্যাচে ঢাকার কাছে হারলেও দলটির ব্যাটসম্যান এবং বোলাররা রয়েছে দারুন ছন্দে। দ্বিতীয় স্থানে থাকা খুলনা চাইবে শীর্ষে উঠতে। পাশাপাশি প্রথম পর্বে হারের প্রতিশোধের নেশাতো থাকবেই। তবে চট্টগ্রাম চাইছে আবার জয়ের ধারায় ফিরতে। দলের ব্যাটসম্যানদের মধ্যে লিটন দাশ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেনরা রয়েছে দারুণ ফর্মে। তেমনি বোলারদের মধ্যে দুই পেসার মোস্তাফিজ এবং শরীফুল বল হাতে আগুন ঝরাচ্ছেন। তাই সাকিব-মাহমুদুল্লাহ-মাশরাফিদের বিপক্ষে লড়াইটা বেশ জমবে লিটন-সৌম্য-মোস্তাফিজদের। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফলাফল
পরবর্তী নিবন্ধবিভাগীয় মুজিববর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে চাঁদপুর