চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের একসময়ের জনপ্রিয় মুখ মরহুম খুরশিদ ইরশাদ তাইমুরের শোকসভা ও দোয়া মাহফিল আজ রবিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। নগরীর ও আর নিজাম রোড আবাসিক এলাকার ৪নং রোডের দোয়েল কেতকীর নিচতলায় হিসাববিজ্ঞান সমিতির অফিসে অনুষ্ঠিত হবে এ শোকসভা ও দোয়া মাহফিল।
খুরশিদ ইরশাদ তাইমুরের জুনিয়র হাইস্কুলের বন্ধুদের উদ্যোগে আয়োজিত এ শোকসভা ও দোয়া মাহফিলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সতীর্থসহ সকল শুভানুধ্যায়ীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, চট্টগ্রাম কলেজ রোড এলাকার মরহুম আব্দুর রাজ্জাক চৌধুরীর ছেলে খুরশীদ ইরশাদ চৌধুরী তাইমুর বেশ কিছুদিন অসুস্থ থাকার পর গত ৫ সেপ্টেম্বর বিকেলে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি।











