আজ খাগড়াছড়িতে সড়ক অবরোধ ডেকেছে বিএনপি

ওয়াদুদ ভূঁইয়ার ওপর হামলা

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ১১:১৬ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়াকে ‘হত্যার উদ্দেশ্যে হামলা, বাড়ি ও গাড়ি ভাংচুর, নেতাকর্মীদের মোটরসাইকেল ভাংচুর, অগ্নিসংযোগ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার খাগড়াছড়িতে সড়ক অবরোধের ডাক দিয়েছে জেলা বিএনপি।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক মরিয়ম আক্তার স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বলা হয়, বিনা উস্কানিতে ৪ জুন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার বাড়িতে হামলা করা হয়। এসময় শহরের নিরীহ ব্যবসায়ীদের দোকানে হামলা করা হয়। এছাড়া সোমবারের বিএনপির ডাকা প্রতিবাদ সমাবেশ পণ্ড করার লক্ষ্যে আওয়ামী লীগের বাধা ও পুলিশী হয়রানির অভিযোগ করা হয়।

এরই প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত টানা ২৪ ঘন্টা খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
এই সড়ক অবরোধ চলাকালে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে, তবে জরুরি সেবায় নিয়োজিত ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও সংবাদপত্রের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর আইনজীবী বদিউজ্জামান স্মরণে দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংকের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত