আজ ক্বণন’র ৩৫ বছর পূর্তির উদ্বোধন অনুষ্ঠান

| শুক্রবার , ১ জানুয়ারি, ২০২১ at ৬:৩৮ পূর্বাহ্ণ

আজ ১ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারি হলে ক্বণন আবৃত্তি অঙ্গনের ৩৫ বছর পূর্তির সূচনা অনুষ্ঠান। অনুষ্ঠানসূচিতে রয়েছে উদ্বোধনী কথামালা, উদ্বোধনের আনুষ্ঠানিকতা, ৭১তম কর্মশালার সনদ বিতরণ, ক্বণন-সদস্যদের আবৃত্তি ও গান পরিবেশনা এবং ক্বণন’র ৩৫ বছর পূর্তির উদযাপন আড্ডা। সীমিত ও নিয়ন্ত্রিত এই আয়োজনে কবিতা ও আবৃত্তি প্রেমিকদের স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য এবং ৭১তম কর্মশালায় অংশগ্রহণকারীদের উপস্থিত থেকে সনদ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ মাহবুবুর রহমান শাহের ওরশ আজ
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা