আজ কাজেম আলী মাস্টারের ৯৬তম মৃত্যুবার্ষিকী

| শনিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:৩০ পূর্বাহ্ণ

উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, ভারতীয় আইন পরিষদের সাবেক সদস্য এবং কাজেম আলী স্কুলের প্রতিষ্ঠাতা শেখ-ই-চাটগাম কাজেম আলী মাস্টারের ৯৬ তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের বাকলিয়ার মাস্টার পুলস্থ বাড়িতে এক স্মরণসভা, মিলাদ মাহফিল ও খতমে গাউসিয়ার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, শেখ-ই-চাটগাম কাজেম আলী মাস্টার কংগ্রেসের টিকেটে ১৯২১ সালে ভারতীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯২৬ সালের ১২ ফেব্রুয়ারি সংসদের অধিবেশন চলাকালীন দিল্লীতে তিনি মৃত্যুবরণ করেন। দিল্লী জামে মসজিদ প্রাঙ্গনে তাঁকে সমাহিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা মৃণাল কান্তি বড়ুয়ার স্মরণসভা
পরবর্তী নিবন্ধবিএনপির রাজনীতি করার কোনো অধিকার নেই