আজ কাগতিয়া দরবার শরীফে সালানা ওরছে গাউছুল আজম (রা.)

| সোমবার , ২৭ জানুয়ারি, ২০২৫ at ৯:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে আজ ২৭ জানুয়ারি দিনরাতব্যাপী ৭২তম পবিত্র মিরাজুন্নবী (.) মাহফিল ও এ দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) এর বেছাল শরীফ স্মরণে সালানা ওরছে হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু উপলক্ষ্যে ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এখানে গরু, মহিষ, ছাগল, টাকাপয়সা, নজরনেওয়াজ ইত্যাদি কোন কিছুই না আনার জন্য মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবে পক্ষ হতে অনুরোধ করা গেল। উক্ত বরকতময় মাহফিলে ধর্মপরায়ণ মুসলিম মিল্লাতের প্রতি দ্বীনি দাওয়াত রইল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকরাচিতে আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে যোগ দিচ্ছে বানৌজা সমুদ্র জয়
পরবর্তী নিবন্ধনিপ্পন কাইজির গ্রিন ইয়ার্ড স্বীকৃতি পেল এইচএম শিপিং লাইনস