বিশিষ্ট কলামিস্ট ও ব্যাংকার মোহাম্মদ ইদ্রিছের ১৩ তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৭ সালে এদিনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের সুগন্ধাস্থ হিমালিকা বাসভবনে মিলাদ মাহফিল ও কোরআনখানি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, মোহাম্মদ ইদ্রিছ ১৯৪০ সালে নগরীর ফিরিঙ্গী বাজারে জন্মগ্রহণ করেন। ১৯৫৫ সালে জেএমসেন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ১৯৫৭ সালে চট্টগ্রাম কলেজ হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং সরকারি কমার্স কলেজ হতে বি.কম পাস করে তৎকালীন হাবীব ব্যাংকে পেশাগত জীবন শুরু করেন। ১৯৯৭ সালে জনতা ব্যাংকের উপ মহাব্যবস্থাপক হিসেবে তিনি অবসর নেন। মোহাম্মদ ইদ্রিছ দৈনিক আজাদীতে অদ্রীশ ছদ্মনামে কলাম লিখেছেন দীর্ঘদিন। ‘চাটগাঁইয়া বচন ও বুলি’ তাঁর অন্যতম প্রকাশিত গ্রন্থ। প্রেস বিজ্ঞপ্তি।