হোল্ডিং ট্যাক্স আইন বাতিলের দাবিতে আজ বিকাল ৩টায় কদমতলীতে করদাতা সুরক্ষা পরিষদের গণ মিছিল অনুষ্ঠিত হবে। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আমির এক বিবৃতিতে চট্টগ্রামবাসীকে কর্মসূচিতে যোগ দেয়ার আহ্বান জানিয়ে বলেন, বাড়ি ভাড়ার উপর অন্যায্য গৃহকর গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। এ থেকে মুক্তি পেতে চট্টগ্রামবাসী দীর্ঘ দেড়মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে। কদমতলীর সমাবেশ থেকে সুরক্ষা পরিষদ নতুন কর্মসূচি ঘোষণা করবে। প্রেস বিজ্ঞপ্তি।