আজ ও কাল শিল্পকলায় সাজঘর নাটকের প্রদর্শনী

| শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৭:০৭ পূর্বাহ্ণ

হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ও আগামীকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকেল ৫টা ও সন্ধ্যে ৭টায় স্কেচ গ্যালারি (নন্দন) নতুন নাটক ‘সাজঘর’এর ৪টি প্রদর্শনী মঞ্চস্থ হবে। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ তার সাজঘর উপন্যাসে গ্রুপ থিয়েটার ও থিয়েটারের মানুষের না জানা গল্পগুলো তুলে এনেছেন। তার সাথে সমসাময়িক বিষয়ের আলোকে উপন্যাসের নাট্যরূপ ও নির্দশনা দিয়েছেন শাহরিয়ার হান্নান। নাটকটিতে অভিনয় করছেনসনজীব বড়ুয়া, বিজন মজুমদার, সুচরিত দাশ খোকন, রহিমা খাতুন লুনা, শাহীন চৌধুরী, আশীষ নন্দী, বিকিরণ বড়ুয়া, মামুন নাজিম, ধীমান দাশ, সালমা জাহান, বুশরা আল মোবাশ্বেরা, মামুরা মমতাজ দীপা ও শাহরিয়ার হান্নান।

পূর্ববর্তী নিবন্ধমঞ্চে ফিরছে অড সিগনেচার : স্মরণে থাকবেন পিয়ালও
পরবর্তী নিবন্ধফেইম এর ২৭ বছর উদযাপন আয়োজন শুরু, আজ কত্থক সন্ধ্যা