মানবতার জন্য পাঠ্যক্রমকে বুকে ধারণ করে এবং জ্ঞানী, আত্মবিশ্বাসী ও সম্প্রীতিপরায়ন সচেতন নাগরিক গড়ার প্রত্যয়ে আজ ও আগামীকাল শনিবার লিডার্স স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম প্রাঙ্গণে ২দিন ব্যাপী ৪র্থ লিডার্স তারুণ্য উৎসব অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। উৎসবে রচনা, কুইজ, চিত্রাঙ্কন, আবৃত্তি, বিজ্ঞান অলম্পিয়াড, প্রোগ্রামিং, কোরআন তেলাওয়াত, আইডিয়া জেনারেশন, হামদ–নাত, গল্প বানিয়ে বলা, দাবা, ক্যারম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও বিশেষ শিশুদের জন্য আলাদা চিত্রাঙ্কনসহ মোট ১৫টি ইভেন্ট রয়েছে।
আগামীকাল শনিবার বিকাল ৩ টায় প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের উপাচার্য ড. মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি থাকবেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ। প্রেস বিজ্ঞপ্তি।
 
        
