বরেণ্য চলচ্চিত্রকার ঋত্বিককুমার ঘটকের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজ আয়োজিত অনুষ্ঠানমালার দ্বিতীয় পর্যায়ে আজ শুক্রবার বিকেল পাঁচটায় আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে ঋত্বিক ঘটক স্মারক বক্তৃতা। এবারের স্মারক বক্তৃতায় ‘জন্মশতবর্ষে ঋত্বিককে শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করবেন কবি, কথাসাহিত্যিক, অনুবাদক এবং চলচ্চিত্র গবেষক আলম খোরশেদ। আলোচনায় অংশ নেবেন কথাসাহিত্যিক খন রঞ্জন রায়। উল্লেখ্য, চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট বাৎসরিক ভিত্তিতে ঋত্বিক ঘটক স্মারক বক্তৃতার আয়োজন করে থাকে। স্মারক বক্তৃতা অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।












