উচ্চারক আবৃত্তি কুঞ্জের আয়োজনে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে ‘শ্রাবণে রবীন্দ্রনাথ’ শীর্ষক এক কথামালা ও আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হবে। উচ্চারক সভাপতি আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি আলোচক থাকবেন কবি ও আদিবাসী চিন্তক হাফিজ রশিদ খান, কবি ও নাট্যকার শহিদ মিয়া বাহার। সংগীত পরিবেশন করবেন শিল্পী মো. মোস্তফা কামাল, তুলতুল চৌধুরী, অনিন্দিতা সেনগুপ্তা, তামান্না তুসি ও স্নেহা সাহা। একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করবেন উচ্চারক ও চট্টগ্রামের বিভিন্ন আবৃত্তি সংগঠনের আমন্ত্রিত শিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি।