আজ উচ্চারকের ‘শ্রাবণে রবীন্দ্রনাথ’

| রবিবার , ১৩ আগস্ট, ২০২৩ at ১:১৭ অপরাহ্ণ

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে উচ্চারক আবৃত্তি কুঞ্জের আয়োজনে আজ রোববার সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে ‘শ্রাবণের রবীন্দ্রনাথ’ শিরোনামে কথামালা, আবৃত্তি, গান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে স্বাগত বক্তব্য দেবেন উচ্চারকের সহসভাপতি এ এস এম এরফান। রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী মোস্তফা কামাল, কান্তা দে ও তুলতুল চৌধুরী। নৃত্য পরিবেশন করবেন প্রাচী চৌধুরী ও মুমতাহেনা তারাননুম সাচী। আবৃত্তি পরিবেশন করবেন মশরুর হোসেন, সারাহ সাদিয়া মারিয়া, মমি ভট্টাচার্য্য, দীপা দে, ফাইরুজ নাওয়াল দূর্দানা, মৌসুমী চক্রবর্তী, এ্যানি চৌধুরী, তারানা কবির মিতু, ইকরা বিনতে বিল্লাহ, শওকত শ্রাবণ ও রুবাইয়া বিনতে আকবর। একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করবেন উচ্চারক শিশু কুঞ্জের শিশুশিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধফের মমতাজের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পরবর্তী নিবন্ধরবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভা