উচ্চারক আবৃত্তি কুঞ্জের আয়োজনে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুদ্ধের বিরুদ্ধে কবিতা পাঠ ও আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হবে। এতে উচ্চারকের শ্রুতি প্রযোজনা ‘মন ও মানচিত্রের বিভাজন’ এর পাশাপাশি যুদ্ধের বিরুদ্ধে স্বরচিত কবিতাপাঠ করবেন কবি ওমর কায়সার, কবি সনজীব বড়ুয়া, কবি হাফিজ রশিদ খান, কবি আবু তাহের মুহাম্মদ ও কবি হোসাইন কবির।
একক আবৃত্তি পরিবেশন করবেন আবৃত্তিশিল্পী শুভ্রা বিশ্বাস, মছরুর হোসেন, আরিফা আফরিন, জেবুন নাহার শারমিন, তৈয়বা জহির আরশি, শ্রাবণী দাশগুপ্তা, অমৃতা নন্দিনী, এ এস এম এরফান, মৌসুমী চক্রবর্তী, শামীমা ইয়াছমিন, তারানা কবির মিতু, হামিদ উদ্দিন, নাজমা আক্তার পলি। এতে উপস্থিত থাকার জন্য উচ্চারকের সভাপতি আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহের অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।